লকডাউন ভেঙে জমায়েত , দুটি বাজার বন্ধ করছেন ব‍্যবসায়ীরা বাঁকুড়ায়

3rd April 2020 বাঁকুড়া
লকডাউন ভেঙে জমায়েত , দুটি বাজার বন্ধ করছেন ব‍্যবসায়ীরা বাঁকুড়ায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে 'লক ডাউনে'র মধ্যেও সরকারী  নির্দেশে সব্জী সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রয়েছে। কিন্তু প্রশাসনিক নির্দেশ থাকা সত্বেও বাজারে আসা মানুষ 'সামাজিক দূরত্ব' মেনে না চলায় আগামী চার দিনের জন্য বাঁকুড়ার বিষ্ণুপুরের চক বাজার ও শাঁখারি বাজার বন্ধের সিদ্ধান্ত নিলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগামী শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে। চক বাজার ও শাঁখারি বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এখানে আসা প্রতিটি ক্রেতাকে নিজেদের মধ্যে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার কথা বললেও বেশীরভাগ মানুষ সেকথা শুনছেন না। সকাল থেকেই মানুষ হুড়ো হুড়ির মধ্যে বাজার করছেন। এই অবস্থায় ক্রেতা-বিক্রেতা সকলের সুরক্ষার কথা ভেবে আগামী চার দিন শহরের এই দুই সব্জী বাজার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে। এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার দিনভর অসংখ্য মানুষ বাজারে ভীড় করেন। আগামী চার দিনের প্রয়োজনীয় সব্জী সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে রাখতে চাইছেন তারা।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।